শ্রীবরদীতে ব্যারিস্টার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
‘সুস্থ বিনোদন, সুস্থ জীবন’ এ শ্লোগানে শেরপুরের শ্রীবরদীতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ব্যারিস্টার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২। শ্রীবরদী গ্রীণ সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮ টার দিকে শ্রীবরদী এপিপিআই মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, ব্যারিস্টার শাহাদত হোসেন জিকো প্রমুখ। এসময় উপেজলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এসএম সোহান, উপেজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়, ক্রিকেটপ্রেমী ও বিভিন্ন শ্রেনিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শ্রীবরদী এপিপিআই লিজেন্ড একাদশকে ১০ উইকেটে হারিয়ে জয়ী হয় টিএনটি বয়েজ একাদশ। উল্লেখ্য, ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত মোট ৬দিনব্যাপি খেলায় ১০টি দলের অংশগ্রহণে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ৮ ওভারের খেলায় প্রতিদলে ৮জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে। আর চ্যাম্পিয়নরা পাবেন ট্রফি, গাছ, বই ও নগদ টাকা।