মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে শ্রীবরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে শ্রীবরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
মার্চ ফর জাস্টিস কর্মসূচী উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীরবদী উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবীতে স্লোগান দিতে থাকে। পরে শ্রীবরদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপালের নিকট স্মারকলিপি জমা দেন। মিছিলে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব এরিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হৃদয়, সোহাগ, সদস্য কোয়াশ, নাসির, আশিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল, সুমন এবং ইউনিয়ন ছাত্রদলের মামুন, শাহিন, ওবায়দুল, মাসুদ, রাব্বির, আসাদ, অন্তর, দুখু মিয়া, রোপক সহ ইউনিয়ন ও ওর্য়াড এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com