শ্রীবরদীতে বিএনপি’র মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০মার্চ) সন্ধ্যায় পৌর শহরের শেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর সভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পৌর বিএনপির আয়োজনে ওই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর -৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।
এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আঃ হাকিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।