শ্রীবরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ঐ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, উপজেলা শিক্ষা অফিসারি তৌফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, ইমাম, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪ হাজার ৫৮৫ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৪৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।