ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শ্রীবরদীতে বিক্ষোভ: পণ্য বয়কটের ডাক

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শ্রীবরদীতে বিক্ষোভ: পণ্য বয়কটের ডাক

স্টাফ রিপোর্টার:
ইসরায়েলের অগ্রাসনের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শনিবার (১২ এপ্রিল) উপজেলার রানীশিমুল পাইলট ইউনিয়নের তৌহিদী জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ভায়াডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দিয়ে বাজারের চৌরাস্তা মোড়ে বক্তব্য রখেন রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, রাণীশিমূল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্লাত, আয়োজক কমিটির সদস্য তরুণ উদ্দোক্তা খন্দকার মাশরুরুল হক সাজিদ, খন্দকার আনোয়ার জাহিদ মাহফুজ, বিএনপির নেতা খন্দকার রুকনুজ্জামান উজ্জ্বল, ভায়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক মোহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ, এবিএম শামীম কবির, আলহেরা একাডেমি মাদ্রাসা ও এতিম খানার পরিচালক মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, খেলাফত মজলিসের নেতা মাওলানা সাইফুল্লাহ, খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটির সেক্রেটারি মোফতি হাসান তারিক প্রমুখ।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend