শ্রীবরদীতে যুবদলের উদ্যাগে বিএনপির ৩১ দফা বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা

শ্রীবরদী (শেরপুর):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা যুবদলের উদ্যাগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার বিকালে গোশাইপুর ইউনিয়নের দক্ষিণ মাটিয়াকুড়া প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য, গোশাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, গোশাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম জুবায়েল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এরশাদুজ্জামান আরজু, যুগ্ম আহবায়ক আবু সালেহ যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক হুসাইন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: শহীদুর রহমান শহীদ, ভেলুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন উজ্জল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: রমজান আকন্দ, রাণীশিমুল ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: সোহাগ, পৌর ৩নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল মিয়া, ছাত্রদল নেতা মো. রোহিত তালুকদার, মাহফুজুল হক সহউপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
সংবাদ প্রেরক: ফরিদ আহম্মেদ রুবেল