শ্রীবরদীতে মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

শ্রীবরদীতে মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে ইমরান হাসান শাওন (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক তার কার্যালয়ে ঐ আদেশ দেন। একই সাথে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আটককৃত ইমরান হাসান উত্তর বাজার এলাকার মফিজল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ইমরান হাসান শাওন সরকারি কলেজে বাউন্ডারি সংগল্ন একটি বাসায় চুরি করতে যায়। বাড়ির লোকজন গিয়ে দেখে বাসার গেইট ভিতর থেকে লাগানো। পরে বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভেতরে তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। খরব পেয়ে পুলিশ মাদকসেবীকে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়। এসময় পুলিশ তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইট, টাকা সহ মাদক সেবনের অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend