শ্রীবরদীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

শ্রীবরদীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে কাঁচা রাস্তা সংস্কারের দাবী তুলে মাববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। উপজেলার সদর ইউনিয়নের দহের পাড় বাজার হতে বালুঘাট-শিমুলচুড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কার ও পাকা করণের দাবী তুলেন তারা। এনিয়ে সোমবার (২১ এপ্রিল) দুপুরে এলাকাবাসীর আয়োজনে বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ভূক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা শামছুজ্জামান স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজিন সোবহান, আলমগীর হাসান লিটন সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনা। এমনকি এলাকাটি কৃষি অঞ্চল হওয়া উৎপাদিত পণ্য বাজারের নিয়ে যেতে বিপাকে পড়ে কৃষকরা। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। এসময় কয়েক শতাধিক লোকজন ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend