রাজনৈতিক দলের সংস্কার ইস্যু কি চাপা পড়ে গেল?

রাজনৈতিক দলের সংস্কার ইস্যু কি চাপা পড়ে গেল?

বিবিসি বাংলা

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংবিধানসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ব্যাপক তৎপরতা দেখালেও নিজেদের দলীয় সংস্কার কিংবা দলের মধ্যে গণতন্ত্র নিশ্চিত করার কোনো কার্যকর প্রক্রিয়া নিয়েছে, এমনটি দেখা যাচ্ছে না।

বড়-ছোট বেশিরভাগ দলই কার্যত তাদের শীর্ষ নেতার একক নিয়ন্ত্রণ ও ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলেই দৃশ্যত প্রতীয়মান হয়, যদিও সব দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়ারই দাবি করে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ২০০৭ সালে ১/১১ -এর সময় থেকে রাজনৈতিক দলের সংস্কারের আলোচনা শক্তভাবে উঠলেও দলগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতিতে কার্যত কোনো পরিবর্তন আসেনি।

“দলগুলো নিজেরা নির্বাচন চায়, কিন্তু দলের ভেতরের নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আনতে চায় না। ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক সিন্ডিকেটের হাতেই দলের মধ্যকার আকাঙ্ক্ষিত সংস্কার আটকে আছে,” বিবিসি বাংলাকে বলছেন তিনি।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com